সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়াইউনিয়নের নিমগাছি বাজার হতে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এই বিশাল ও প্রখ্যাত দিঘীটির অবস্থান। ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী নামক স্থান হতে তাড়াশ অভিমুখীরাস্তার পাশে অবস্থিত। এই দীঘিসংলগ্ন উদয় দীঘি/কাতলা দীঘিসহ আরও কয়েকটি দীঘি রয়েছে। জয়সাগর দীঘির বিশাল জলাধার ছাড়াও পর্যটকদের জন্য প্রয়োজনীয়অবকাঠামো গড়ে তোলার নিমিত্ত পর্যাপ্ত জায়গা রয়েছে। জনশ্রুতি আছে বিরাট রাজার আমলে প্রজাদের জলকষ্টনিবারণ ও রাজার নিজস্ব লক্ষাধিক গবাদি পশুর পানীয়জলের জন্য এই দীঘিগুলো খনন করা হয়। ঐতিহাসিকগণের মতেপাল সাম্রাজ্যের রাজা ২য় গোপালের শাসনামলে(৯৪০-৯৬০ খ্রিঃ) জয়সাগর দিঘী খনন করা হয় (ডঃরমেশ চন্দ্র মজুমদার ইতিহাস ১ম খন্ড পৃঃ ৫৭)। বর্তমানে এদিঘীসহ অনেকগুলো দিঘী নিয়ে জয়সাগর মৎস্য খামারপ্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের নিকট ২৫ বৎসর মেয়াদেএ দিঘীগুলো ইজারা বন্দোবস্ত দেয়া আছে। ইজারার মেয়াদপ্রায় শেষ পর্যায়ে।